মাধবপুরে টমটম চালককে অজ্ঞান করে ছিনতাইকালে আটক ৩
প্রকাশিত হয়েছে : ৮:০৭:২৩,অপরাহ্ন ০৯ মার্চ ২০২৩
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর টমটম চালককে অজ্ঞান করে ছিনতাই এর সময় পুলিশ ৩ জনকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৩ টার সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অবস্থানকালে বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামের বকুল মিয়ার পুত্র টমটম চালক আক্কাস আলীক (২০) কে মনির মিয়া, সাইফুল মিয়া ও তানিয়া আক্তার নামে ৩ ছদ্মবেশী প্রতারক শাহজীবাজারের ফতেহপুর মাজারে নিয়ে যাওয়ার কথা বলে টমটমে চড়ে বসে। ফতেহপুর মাজারের কাছাকাছি আসার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামীরা আক্কাসকে এনার্জি ড্রিংক পান করতে দেয়।
এনার্জি ড্রিংক পান করার কিছুক্ষণ পরই অটোরিক্সা চালক আক্কাস আলী অচেতন হয়ে রাস্তায় পড়ে গেলে আসামীগণ অটোরিক্সা চালক মোঃ আক্কাস আলী কে রাস্তায় ফেলে দিয়ে অটোরিক্সাটি চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় রাস্তার পথচারী ও স্থানীয় লোকজনদের সন্দেহ হলে টহল পুলিশ টিমের এস আই শুভ দেকে বিষয়টি জানানো হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সংগীয় ফোর্সের সহায়তায় ঘটনায় জড়িত আসামীদেরকে হাতেনাতে ব্যাটারীচালিত অটোরিক্সাসহ আটক করেন এসআই শুভ দে। আটক মনির মিয়া হবিগঞ্জ সদর উপজেলার হরিপুর গ্রামের গফুর মিয়ার পুত্র,সাইফুল মিয়া যশেরআব্দা গ্রামের ইয়াছিন মিয়ার পুত্র আর তানিয়া আক্তার মনির মিয়ার স্ত্রী ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঞ্চন গ্রামে তার বাবার বাড়ি। তার পিতার নাম জিয়া রহমান।
আসামীদেরকে আদালতে সোপর্দের কথা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক। আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।