লাখাইয়ে ১০কেজি গাঁজাসহ দুই নারী আটক
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:৫৬,অপরাহ্ন ০৯ মার্চ ২০২৩
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ মার্চ ) সকালে উপজেলার স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন খেয়াঘাট থেকে তাদের আটক করে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ।
আটককৃতরা হলো- চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী আছিয়া খাতুন ( ২৬) ও একই উপজেলার উত্তর বড়াইল গ্রামের লাকসু মিয়ার স্ত্রী নাজমা আক্তার ( ২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই মহিলার কাছ থেকে ২ টি ব্রিফকেস ও ১ টি স্কুলব্যাগ থেকে তল্লাশি চালিয়ে ১০ কেজি পরিমান গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। এসময় তাদের সাথে ২ টি শিশুসন্তান ও ছিল।
লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহিলা দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।