আরকুম শাহ’র মাজারের ওরস নিয়ে এলাকায় উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:৫৫,অপরাহ্ন ০৮ মার্চ ২০২৩
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলি ইউনিয়নের ধরাধরপুর গ্রামে প্রখ্যাত মরমি সাধক শাহ আরকুম আলী (রহ:) মাজার রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ৫ চৈত্র, ২০ মার্চ, ২০২৩ রোজ সোমবার ৮১তম বাৎসরিক ওরস উপলক্ষে মাজার পরিচালনা কমিটি এক দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
এ ব্যাপার মাজার কর্তৃক যথারীতি সিলেটে জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অনুমিতও নিয়েছে। কিন্তু ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় শরিয়ত বিরোধী কার্যকলাপে পরিচালিত হওয়ায় ধর্মপ্রাণ ধরপুর গ্রামবাসী সহ অত্র এলাকার মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটতে পারে সংঘর্ষর মত ঘটনা।
মাজারের ১০০ গজ দূরেই তবলীগ জামাতের মার্কাস জামে মসজিদ রয়েছে। এলাকারবাসী ওরসের নামে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়ে তারা বলেন, ওরসে নামে অসামাজিক কার্যকলাপ পাশাপাশি গরু জবাই করার সময় হযরত শাহজালাল, শাহপরান ও আরকুম শাহর নাম নিয়ে জবাই করা হয়। আল্লাহর নাম ব্যতিত অন্যের নামে জবাইকৃত গরু গোস্ত খাওয়া হারাম। আরকুম আলীর ওরসে আগত সরলা মনা মুসলমানকে হারাম খাদ্য খাওয়ানের মাধ্যমে ঈমান নষ্ট করা হচ্ছে।
বিষয়গুলো যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রশাসনকে মনিটরিং করার জোর দাবী জানানো হয়েছে। নতুবা ঘটতে পারে সংঘর্ষের মত ঘটনা। তাই সমাজের শান্তি-শৃঙ্খলা বজার রাখতে ওরস শুরু আগে থেকেই পুলিশ মোতায়েন করে সকল প্রকার অসমাজিক ও ধর্মবিরোধ কার্যকলা বন্ধ করার আহবান জানানো হয়েছে।