শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৬:৫২:০২,অপরাহ্ন ০৬ মার্চ ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট জেলার ওসমানীনগর থানাধীন প্রাচীনতম বিদ্যাপীঠ শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রবাসী ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিদ্যালয় মিলনায়তনে ২নং সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ (ভিপি) মুছার সভাপতিত্বে ও শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী আনছার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সালিশি ব্যক্তিত্ব শেখ আব্দুল হক, শেখ সিরাজুল ইসলাম, শেখ মকবুল ইসলাম, ইউপি সদস্য বখতিয়ার হোসেন, গৌর সূত্রধর, রেখা রানী সূত্রধর ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী শাহ ওমর আলী, শেখ ফয়সল ইসলাম, শেখ ফখরুল ইসলাম, শাহ মাসুদ আহমেদ ও মো: আমিনুর রহমানের বিদ্যালয়ে আগমন উপলক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা রুহুল আমিন এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী শুভশ্রী চৌধুরী।