সুনামগঞ্জে ১৫ বছর পর পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭:০৪:১৬,অপরাহ্ন ০৫ মার্চ ২০২৩
সুনামগঞ্জে ছাতকে ১৫ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হানিফ আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
হানিফ আলী (৫৫) উপজেলার খাইরাই গ্রামের মৃত রইছ আলীর ছেলে। আদালতে তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘ ১৫ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
শনিবর (৫ মার্চ) দুপুরে হানিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে গত শুক্রবার রাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহামম্মদ মাঈনুল জাকির, এসআই মোশারফ হোসেন, এএসআই তোহা মিয়া অভিযান চালিয়ে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জালিয়া গ্রাম থেকে হানিফ আলীকে গ্রেফতার করেন।
জানা যায়, ২০০৭ সালে হানিফ আলীর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। তার বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, হানিফকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।