রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস’র ১৫ তম অভিষেক অনুষ্ঠান ‘প্রমিনেন্স’ ২৩ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৫১,অপরাহ্ন ০৫ মার্চ ২০২৩
সুরমা নিউজঃ
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস এর ১৫ তম অভিষেক অনুষ্ঠান ‘প্রমিনেন্স’২৩ সম্পন্ন হয়েছে।
শুক্রবার নগরীর অভিজাত একটি পার্টি সেন্টারে রোটার্যাক্টর রুহেল আহমেদের সভাপতিত্বে এবং রো. পিপি মো. রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন রো: মাজহারুল ইসলাম মাসুদ,রোটার্যাক্ট প্রত্যয় পাঠ করেন রো.আহমেদ হাসান মাহফুজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ, উপাচার্য, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো.আব্দুর রহমান (জামিল) সেক্রেটারি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট ও পরিচালক, দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন রোটা: পিপি আতাউর রহমান ভূইয়া, আর সিসি রোটারি ক্লাব অব সিলেট গ্রীন, জনাব সাব্বির রহমান মিঠু ব্যবস্থাপক, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রমিন্যান্স ২০২৩ এর প্রধান উপদেষ্টা মো. এনামুল হক চৌধুরী সোহেল, জেলা রোটার্যাক্ট প্রতিনিধি রো. পিপি সাজ্জাদ হোসেন,রো.পিপি সৈয়দ মাসুদুর রহমান,রো:পিপি আশরাফুল আলম সিদ্দিকী ইমন, রো. পিপি শফিকুল ইসলাম রিফাত,রো.পিপি এমাদ হোসেন মুন্না রো. পিপি লায়েক আহমেদ,রো.পিপি জালাল জয়, রো.পিপি আবির শেখ,রো.পিপি নাজিব আহমেদ অপু,রো.পিপি সাদেক,রো.পিপি রায়হান,রো.জুয়েল আহমেদ, রো.বেলাল হোসাইন, রো.রেজাউল করিম, ক্লাব সেক্রেটারি রো. এরশাদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং রোটার্যাক্ট ক্লাব এর মতো তারুণ্যনির্ভর সংগঠন গুলো কিভাবে দেশকে এগিয়ে নিতে এবং দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারে এই ব্যাপারে আলোচনা করেন এবং সমাজের ভালো কাজে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে আহবান জানান।
অনুষ্ঠানে একজন অসহায় মহিলাকে একটি সেলাই মেশিন, একটি পরিবারকে ঘর বানানোর জন্য ঢেউটিন প্রদান করা হয় এবং অনুষ্ঠানে র্যাফেল ড্র এর মাধ্যমে উত্তোলনকৃত অর্থ একটি এতিম খানায় প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রমিন্যান্স ২০২৩ এর চেয়ারম্যান রো. পিপি মো.রাসেল মিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার মুলতবি ঘোষণা করেন।