মিশিগানে সিটি নির্বাচনে লড়তে চান বাংলাদেশি কবির আহমদ
প্রকাশিত হয়েছে : ১০:২৯:০৩,অপরাহ্ন ০৪ মার্চ ২০২৩
যুক্তরাষ্ট্র (মিশিগান) প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটি নির্বাচনে লড়তে চান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আহমদ। ওয়ারেন সিটির ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন নিয়ে মাঠে নামতে চান তরুণ এই ব্যবসায়ী। গেলো রোববার সন্ধ্যায় সিটির আল-শাহী প্যালেসে এ লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করেন কবির।
সভায় বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রাম্যাক সিটির সাবেক ও বর্তমান কাউন্সিলম্যান ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আয়োজিত সভায় কবির আহমদ সিটি নির্বাচনে কাউন্সিলম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
এ সময় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ ওয়ারেন সিটি নির্বাচনে ২নং ওয়ার্ডে তরুণ ব্যবসায়ী কবির আহমদকে সমর্থন জানান। সভায় বক্তারা ওয়ারেন সিটি নির্বাচনে বাংলাদেশি হিসেবে কবির আহমদের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গিকার করেন।