সড়ক দুর্ঘটনার ডেঞ্জার জোন ওসমানীনগর
প্রকাশিত হয়েছে : ৮:২৫:১৫,অপরাহ্ন ০৪ মার্চ ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
দিন দিন ডেঞ্জার জোনে পরিণত হয়েছে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকা। এ অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়ছে। শেরপুর থেকে নাজিরবাজার পর্যন্ত মহাসড়কে এসব দুর্ঘটনা বেশি ঘটছে বলে জানা গেছে। তাই এ অঞ্চলটিকে সড়ক দুর্ঘটনার ‘ডেঞ্জার জোন’ বলে মন্তব্য করছেন উপজেলাবাসী।
জানা গেছে, মহাসড়কের শুধু এ অঞ্চলের মধ্যে প্রতিদিনই ছোট বড় অসংখ্য দুর্ঘটনা ঘটছে। এতে তাজা প্রাণ হারানোসহ দুর্ঘটনায় পুঙ্গুত্ব বরণ করে শয্যাশায়ী হয়ে জীবন পার করছেন শত শত মানুষ। গাড়ী চলাচলের গতিবেগের নির্দেশনার আইন থাকলেও মাহাসড়কের ওসমানীনগর অংশে তা মানা হচ্ছে না বলেও রয়েছে অভিযোগ।
জানা গেছে, চালকদের অধিকাংশই লাইসেন্সধারী নয়। অনেক চালকরা আবার ছোট গাড়ীর লাইসেন্স দিয়ে বড় ও দুরপাল্লার গাড়ী গুলো চালিয়ে আসছেন বলেও জানা গেছে। দুর্ঘটনার পর দূর পাল্লার গাড়ীর অভিযুক্ত মামলা দায়ের হলেও আইনের ফাঁকে তারা অনায়াসেই পার পেয়ে যান।
মূলত মহাসড়কে তিন চাকার অটোরিকশার চলাচল, মহাসড়কের ওসমানীনগরের উপজেলার বিভিন্ন স্থানে দিন দিন দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
তাদের দাবি, উপজেলার কাগজপুর থেকে গজিয়া ভাঙ্গার বাজার, সড়কের মুখ, উনিশ মাইল, ব্রাম্মণ গ্রাম গোয়ালাবাজার গয়নাঘাট, থানার সামন, তাজপুর, চকবাজার, দয়ামীর, নাজিরবাজার, কুরুয়াসহ প্রায় অর্ধ শতাধিক স্থান ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।
এর কারণ হিসাবে উপজেলার বিভিন্ন বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রয়েছে ফুটপাত দখল, বেপরোয়া চালক, যাত্রী-পথচারীদের অসাবধানতা, ট্রাক ও মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ডসহ মহাসড়কে অবৈধ অটোরিকশা, রিকশা চলাচলকেই দায়ি করছেন তারা।
সব মিলিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশ যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। মহাসড়কের এই উপজেলায় সম্প্রতি সড়কে ঝরেছে ৪টি তাজা প্রাণ। এ সব ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।