পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট চ্যাম্পিয়ন লীগের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:৫২,অপরাহ্ন ০৪ মার্চ ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ক্রিকেট খেলার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের ব্যাপক পরিচিতি বেড়েছে। সিলেটের অনেক যুবক জাতীয় দলে খেলছে। সুস্থ জীবন-যাপনের জন্য যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
শনিবার (৪ মার্চ) দুপুরে ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট চ্যাম্পিয়ন লীগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা এমএ হান্নান মিয়ার সভাপতিত্বে ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: হারুন মিয়া ও আলাউর রহমান আলা, আওয়ামী লীগ নেতা মুফচ্ছির আহমদ মনুর, আকছার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম রেজা, আফিজ মিয়া, সুহেল মিয়া, যুবলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।