সাংবাদিক ওয়েছ খছরুর বড় ভাইয়ের মৃত্যু, জানাজা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৫৮,অপরাহ্ন ০৩ মার্চ ২০২৩
দৈনিক মানবজমিন ও একুশে টিভি’র সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরুর বড় ভাই কয়েছ আহমদ খলকু (৪৬) শুক্রবার রাত ২.৫০ ঘটিকায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম কয়েছ আহমদ খলকু সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, ২ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বেলা ২.০০ ঘটিকায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাজা সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত থেকে শোক প্রকাশ করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান (এমপি), ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি) ২নং সাদীপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ (ভিপি মুছা)সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সাংবাদিক ওয়েছ খছরুর বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, সাবেক সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, দৈনিক মানবজমিনের ওসমানীনগর প্রতিনিধি জয়নাল আবেদীন ও অনলাইন নিউজ পোর্টাল সুরমানিউজ ডটকম পরিবার। তাঁরা এক বিবৃতিতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।