আহমদিয়াদের জলসাকে কেন্দ্র করে উত্তেজনা, অবরোধ, ভাঙচুর-অগ্নিসংযোগ
প্রকাশিত হয়েছে : ৮:০০:৩০,অপরাহ্ন ০২ মার্চ ২০২৩
আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে আবারো পঞ্চগড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ ইসলামী সংগঠনগুলো জলসা বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে সহস্রাধিক মুসল্লি প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
এ সময় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। ইসলামী সংগঠনগুলোর কর্মী সমর্থকরা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এমনকি জোহরের নামাজও তারা সড়কের ওপরেই আদায় করেন। বিকেল ৪টায় পুলিশের পক্ষ থেকে আগামীতে আর জলসা করতে দেওয়া হবে না, এমন আশ্বাস দেওয়া হলে কিছু মানুষ সড়ক থেকে সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিক্ষোভকারীদের মধ্যে তরুণদের একটি অংশ করতোয়া নদী পেরিয়ে আহম্মদনগর এলাকায় গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের কয়েকটি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসা নিয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রয়েছে। প্রতি বছরই জলসার সময় এই বিষয়টি টের পাওয়া যায়। জলসা বন্ধের জন্য ইসলামী সংগঠনগুলো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিল। এর মধ্যেই আহমদিয়াদের কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে সালানা জলসা বন্ধের দাবিতে ঈমান আক্বিদা রক্ষা কমিটি, ইমান মুয়াজ্জিন কল্যাণ সমিতি, পঞ্চগড় ক্বওমী ওলামা পরিষদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
খবর: কালের কণ্ঠ