মৌলভীবাজারে ফসলী জমির মাটি বিক্রি করায় মালিক ও ব্রিক ফিল্ড মালিককে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১:২০:০৬,অপরাহ্ন ০২ মার্চ ২০২৩
মৌলভীবাজারের রাজনগরে ফসলী জমি থেকে অবৈধ ভাবে টপ সয়েল চুরি করে বিক্রয় ও মাটি বহনের অভিযোগে রাজনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি চুরি করে বিক্রিকারি ও ব্রিক ফিল্ড মালিক উভয় পক্ষকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে রাজনগর উপজেলার সহকারি কমিশনার(ভূমি) সানজিদা আক্তার উপজেলার চাটুরা মৌজায় অভিযান পরিচালনা করার সময় সরেজমিনে মাটি চুুরি করে বিক্রিকারি আব্দুল আজিজ, আব্দুল জব্বার, জাবেদ মিয়া,এমদাদ মিয়া উভয় পিতা আব্দুল জব্বার, সালাম মিয়া, সায়েম মিয়া পিতা আব্দুল আজিজকে আটক করে সহকারি কমিশনার (ভূমি)খারপাড়াস্থ অফিসে নিয়ে আটিয়ে রেখে ৫০ হাজার টাকা জরিমানা ও ব্রিক ফিল্ড মালিকের দুটি ডায়না ট্রাক জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে একই অপরাধ ২য় বার করলে ২লাখ টাকা জরিমানা ও দুই বছরের সাজা প্রদান করা হবে বলে সতর্ক করা হয়েছে।
এসময় মনসুরনগর ও ফতেপুর ইউনিয়নের সহকারি তহশিলদার মো: নুরুল আলম চৌধুরী এবং রাজনগর থানা পুলিশ সহযোগিতা করে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলার সাতটি উপজেলায় যারা ফসলী জমি থেকে টপ সয়েল (জমির উপরের উর্বর মাটি) বিক্রয় করছে তারা দেশের ক্ষতি করছে। এতে জমির উর্বরাশক্তি কমে যাচ্ছে ফসলের উৎপাদন কমে যাচ্ছে। তাই এ কাজ যারা করছেন তারা রাষ্ট্রের ক্ষতি করছেন। তাদের বিরুদ্ধে জেলা জুড়ে এধরনের অভিযান চলমান থাকবে।