কে.এ.জনতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনক চক্রবর্তী আর নেই
প্রকাশিত হয়েছে : ৪:২৭:৫৯,অপরাহ্ন ০১ মার্চ ২০২৩
সুরমা নিউজঃ
ওসমানীনগরের ময়না বাজার, কবুলপুর-আব্দুল্লাহপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক বাবু জনক চক্রবর্তী মৃত্যুবরণ করেছেন।
১ মার্চ(বুধবার) সকাল ৯.০০ ঘটিকার সময়, হৃদ রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। উনার জন্মভিটা, তাজপুরের রবিদাশ গ্রামে আজ বেলা দুপুর ১ ঘটিকায় সম্পন্ন করা হয় তার শেষ কৃত্য।
শিক্ষক জনক চক্রবর্তীর মৃত্যুতে, উনার কর্মস্থল কে, এ জনতা উচ্চ বিদ্যালয়ের শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।
কে.এ জনতার প্রাক্তন ছাত্র জাকারিয়া আহমদ বলেন, আমার প্রিয় জনক স্যারের মৃত্যু সত্যিই মেনে নিতে কষ্ট হচ্ছে, স্যার আমাদের অনেক কিছু দিয়েছেন ছাত্র জীবনে। বাংলা ব্যাকরণের হাতেখড়ি উনার কাছ থেকে শেখা, স্যারের বিদেহী আত্নার শান্তি কামনা করি।
প্রাক্তন ছাত্র রুহেল আহমদ ইমরান বলেন, এইতো কয়দিন আগে স্যার অবসর নিয়েছিলেন, মাত্র কয়টাদিনের ব্যবধানে আস্ত একজীবনের ছুটি নিয়েছেন, এই বাস্তব সত্যটা মেনে নিতে কষ্ট হচ্ছে। ক্লাসরুমে স্যারের দেওয়া পাঠদান কোনোদিন ভুলতে পারবো না। ওপারে ভাল থাকবেন প্রিয় জনক স্যার।
সর্বজন শ্রদ্ধেয় এই প্রিয় শিক্ষক, অত্যন্ত সংস্কৃতিমনা, প্রগতিশীল এবং দয়ালু ছিলেন। সারা জীবন শিক্ষা ও মানবকল্যাণে তিনি কাজ করে গেছেন সুনামের সাথে।