লালাবাজারে সড়ক দূর্ঘটনায় ওসমানীনগরের যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২:০৮:১১,অপরাহ্ন ০১ মার্চ ২০২৩
সুরমা নিউজঃ
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে সড়ক দুর্ঘটনায় লতিফুর রহমান নামের একজনের মৃত্য হয়েছে। আহত অবস্থায় নুরুল ইসলাম নামের আরো একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লতিফ ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের খালিকুর রহমানের ছোট ছেলে। আহত অবস্থায় দক্ষিন সুরমার নর্থইস্ট মেডিকেল কলেজে ভর্তি করার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার স্বজনরা। আহত নুরুল চৌকিদেখী মসজিদ গলির আতিকুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে লতিফ ও নুরুল ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লতিফকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন।