ওসমানীনগর মুসলিম এইড শাখা থেকে প্রোগ্রাম সুপারভাইজার নয়ন তংচং-কে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ১০:৫২:১৫,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২৩
সুরমা নিউজঃ
ওসমানীনগর মুসলিম এইড শাখা থেকে প্রোগ্রাম সুপারভাইজার নয়ন তংচং-কে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিগত বছরের ২৪ অক্টোবর তাকে ওসমানীনগর মুসলিম এইড শাখা থেকে অব্যাহতি দেওয়া হয়। দেশের মুসলিম এইডের কোন শাখার সাথে তার কোন সমর্ক নেই।
এ অবস্থায় তার সাথে মুসলিম এইড সম্পর্কিত কোন লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসমানীনগর মুসলিম এইড শাখার ম্যানাজার আব্দুল মান্নান। এরপরও কেউ কোন রকমের লেনদেন করলে এর দায় মুসলিম এইড নেবে না বলেও জানান তিনি। বিজ্ঞপ্তি