সিলেট-১ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:৪৭,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২৩
সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এলাকা বেড়ে ২৭ ওয়ার্ড থেকে ৪২টি করা হয়েছে।
ফলে সংসদীয় আসন সিলেট-৩ এর অন্তর্গত দক্ষিণ সুরমা উপজেলার দুটি ইউনিয়ন সিসিকের আওতায় এসেছে। এ দুটি ইউনিয়নের এলাকা ওয়ার্ডে রূপান্তরিত হওয়াতে অখন্ডতা বজায় রেখে সংসদীয় আসন সিলেট-১ ও সিলেট-৩ আসনের সীমানা নির্ধারণ করেছে ইসি।
নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলমের সই করা এক নির্দেশে সিলেটের ১৯ সংসদীয় আসনের চারটি সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করা হয়। নির্দেশনায় বলা হয়, উক্ত তারিখের পর লিখিত দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত গ্রহণ করা হবে না।
জানা গেছে, সিলেট-১ আসনের সদর উপজেলার একটি ইউনিয়ন ও তিনটি ইউনিয়নের আংশিক এলাকা সিলেট সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আগে আসনটি ছিল সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে। প্রাথমিক তালিকায় সদর উপজেলার সঙ্গে সিটি করপোরেশনের ১ থেকে ২৭ ও ৩১ থেকে ৩৯ নম্বর ওয়ার্ড যুক্ত করার কথা বলা হয়েছে।
অপরদিকে, সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমার দু’টি ইউনিয়ন ও একটি ইউপির আংশিক সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তমানে আসনটিতে রয়েছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা। প্রাথমিক তালিকায় সিটি করপোরেশনের ২৮-৩০ ও ৪০-৪২ এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা রাখার প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করবে ইসি। এজন্য জুনের মধ্যেই সীমানা পুনর্নির্ধারণের কাজ সম্পন্ন করার প্রক্রিয়া ইতোমধ্যে হাতে নিয়েছে।