সিলেটে বিপণীবিতান আল হামরায় আগুন
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:০৪,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২৩
সিলেট মহানগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে অবস্থিত আল হামরা শপিং সিটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মার্কেটের নিচ তলায় একটি কাপড়ের গোডাউনে বিদ্যুতিক সটসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে মার্কেটের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন। এ সময় পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মার্কেটের নিচতলার একটি কাপড়ের গোডাউনে আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগে। এসময় ধোয়া চাকদিকে ছড়িয়ে পরলে তার দ্রুত মার্কেটের বাহিরে বেড়িয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ এনেছে। তবে আগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি।