ওসমানীনগরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ৮:২৯:২৯,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকালে ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার তাজপুর ডাক বাংলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তা পারভিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখের ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবদাল মিয়া।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ জামাল আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের আমিন, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহমদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি সদস্য চামেলী রানী, ইউপি সদস্য রেখারানী সুত্রধর, শেফালী বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শায়েস্তা মিয়া।
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য, মহিলা আওয়ামী লীগ নেত্রী প্রয়াত আইভি রহমান, সকল শহীদদের আত্মার মাগফিরাত কামানা করে এক মিনিট নিরবতা পালন করা। অনুষ্ঠানের প্রথম পর্বে মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা ডাক বাংলা থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা এসে শেষ হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে কেক কাটা হয়।