আখাউড়ায় ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:৩৫:৩৮,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ কমিটির সদস্যদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সড়ক বাজারস্থ কারিমা রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ভারত ত্রিপুরা রাজ্যর, ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ কমিটির পক্ষ থেকে দুদেশের জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে ও কমিটির সদস্যদের অতিথিদের মধ্যে বই সহ উপহার সামগ্রী আদান-প্রদানের মাধ্যমে সভাটি শুরু করা হয়।
সভায় আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ’র সভাপতি ড. দেবব্রত দেবরায়, সাধারণ সম্পাদক ড. মুজাহিদ রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন বাবুল, আখাউড়া পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবদুল্লাহ ভূইয়া বাদল,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু।
এই সময় উপস্থিত ছিলেন, ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ’র বিশিষ্ট শিল্পী ও সহ সম্পাদক স্বর্ণিমা রায়, বিশিষ্ট চিত্র শিল্পী ও কোষাধ্যক্ষ নির্মল দেব, কবি গীতিকার ও কার্যকরী সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ, সমাজসেবী কবি ও সহ-সভাপতি বিশ্বজিৎ রায় চৌধুরী, বিশিষ্ট নৃত্য শিল্পী কুশল দেব, বিশিষ্ট ব্যাচিক শিল্পী শ্বেতা দেবরায়, বিশিষ্ট সংগীত শিল্পী ইন্সা আক্তার, কবি গীতিকার ও সহ-সম্পাদক শ্যামল কান্তি দে, বিশিষ্ট সংগীত শিল্পী মনিদীপা দে, বিশিষ্ট নৃত্য শিল্পী শ্যামলীমা দে, বিশিষ্ট নৃত্য শিল্পী সাগরীমা দে, বিশিষ্ট সংগীত শিল্পী অমর ঘোষ,আখাউড়া উপজেলা
উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাছরীন সফিক আলিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ বাবুল পারভেজ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তজিবুর রহমান,উপজেলা যুব মহিলা লীগ নেত্রী রোকসানা আক্তার, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত হাসান অপু, কার্যকরী সদস্য শাহাবুদ্দিন রিফাত প্রমুখ।
সভায় বক্তারা বলেন ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ কমিটির গঠনের মধ্যে দিয়ে দুই দেশে সু-সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হবে।