মাধবপুরে ছাত্রী আত্মহননের প্ররোচনায় গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৬:০০:৪১,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২৩
মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী মাসুমা আক্তারকে আত্মহননে প্ররোচনায় দায়ে আব্দুল করিম (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে মাধবপুর থানার এসআই আব্দুল কাদের আন্দিউড়া গ্রামে অভিযান চালিয়ে আসামী কে গ্রেফতার করে। সে উপজেলার আন্দিউড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের গান শিখতে যায়। এসময় ওই গ্রামের কিশোর গ্যাং সদস্য নয়ন, ইমন, বিজয়, আরমান ৪ বকাটে কিশোর বিদ্যালয়ের কক্ষে ঢুকে শারীরিক নির্যাতন করে। পরে সন্ধ্যায় অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করে বলেন অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।