মিশিগানে ভিন্ন আঙ্গিকে ভাষা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১:০৬:০৯,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২৩
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান):
যথাযোগ্য মর্যাদায় মৃধা বাঙ্গালী সাংস্কৃতিক কেন্দ্রে মহান একুশ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে প্রবাসী বাংলাদেশিদের একমাত্র সাংস্কৃতিক কেন্দ্রে উদযাপন করা হয় বাঙ্গালীর মহান মাতৃভাষা দিবস।
অনন্য গৌরবের এই দিনে প্রথমপর্বে শুরুতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ভাস্কুলার সার্জন ডা: সৈয়দ শওকত হোসেনকে মৃধা ফাউন্ডেশন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়া মৃধা ফাউন্ডেশন থেকে মিশিগানে কর্মরত বাংলা গণমাধ্যমের ১৬ সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শেষপর্বে ভিন্ন আঙ্গিকে ভাষা দিবস নিয়ে নাচ, গান, কবিতা ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন।
মৃধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চিকিৎসক ড. দেবাশীষ মৃধা একুশ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের কো-অর্ডিনেটর জাহেদ জিয়ার স্বাগত বক্তব্যে এবং চীফ কো-অর্ডিনেটর মৃদৃল কান্তি সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চিনু মৃধা। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মনে হয়েছিল এক খণ্ড বাংলাদেশ।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। বাঙালি জাতির অসাধারণ অর্জন ও গৌরবগাঁথা ইতিহাস নিয়ে নির্মিত এই অনুষ্ঠানটিতে নতুন প্রজন্মের সরব উপস্থিতি একুশ উদযাপনে ভিন্নতা আনে। গভীর শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, সাপ্তাহিক ঠিকানার সৈয়দ সাহেদুল হক, মানবজমিনের হেলাল উদ্দিন রানা, বাংলা সম্পাদক সম্পাদক ইকবাল ফেরদৌস, সুপ্রভাত মিশিগান নির্বাহী সম্পাদক কামাল এম মোস্তফা, আরটিভি কামরুজ্জামান হেলাল, ডিবিসি নিউজ টিভির আশিকুর রহমান, টিবিএন২৪ ও ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, জনকন্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, নিউজজি২৪ এর সৈয়দ আসাদুজ্জামান সোহান, নিউজ-২৪ এর জুয়েল খান, দৈনিক মানবকন্ঠ ও বাংলাভিশনের সাহেল আহমদ, সময়ের আলোর তাসনিয়া আলভী, সুপ্রভাত মিশিগানের স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকার।
শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে মহুয়া দাস মিষ্টির কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন কালিবাড়ি নৃত্যাঙ্গনের ললিতা রায়, পৃথিকা দত্ত, অদিতি ধর, অরেল চাটার্জি বৃন্তি দেব। অপর নৃত্যে অংশ নেন অনুস্কা মন্ডল, গুনগুন গুহ, আরুশি চাটার্জি, দেবশ্রী রায়।
সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন ডা: নীলুফা নীতু , জিন্নাহ ভাই , ইলোরা, কানন ( হারমোনিয়াম), জাফরি ( তবলা)। সুকন্যা শুকলার কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন মৃত্তিকা সরকার, অর্পিকা সেন মাহিকা সরকার। বাংলা স্কুল অফ মিউজিকের শিল্পীরা পরপর কয়েকটি সমবেত সঙ্গীত পরিবেশন করেন।
কবিতা পাঠ করেন সাইফ সিদ্দিক ও সুদীপ্তা কর্মকার । বিনীতা দত্ত সঙ্গীতালয়ের শিল্পীরা লালন গীতি পরিবেশন করেন। এতে অংশ নেন বৃন্তি দত্ত,অমৃতা ধর, অদিতি ধর, অতিশি চৌধুরী, পৃথিকা দত্ত, অনন্দ মন্ডল, অনুস্কা মন্ডল, শিবম সেন, সাফিয়ান উদ্দিন এবং জাভিয়ান উদ্দিন। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শিখর, তুখোড়, ডা: নীলুফা নীতু, ড: সাঈদ জাফরী আল কাদেরী। নটরাজ শিল্পী গোষ্ঠীর সমবেত গানে অংশ নেন চিনু মৃধা, সুস্মিতা চৌধুরী, নীলিমা রায়, রাজশ্রী শর্মা, সঙ্গীতা পাল, মিতা চৌধুরী, কাবেরি দেব, অপর্না ঘোষ ও চন্দনা বানার্জি।
অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন রিয়া, কৃস্টি, সুস্মা, স্নেহা, আনুশকা, প্রমিতা, স্মরনীকা,কুয়াশা, সৃস্টি, ঋষীকা, প্রত্যাশা| একক সঙ্গীত পরিবেশন করেন ড: নাজমুল আনোয়ার, কানন বড়ুয়া এবং ডা: নীলুফা নীতু। গুঞ্জনের ইলোরা, সুরভী , ফারহা ও সানিয়া গীতি নাট্য পরিবেশন করেন। সবশেষ টেন এন্ড হাফ মাইল ব্যান্ড দলের হাসান, রসি, সাগর, জাফরী আল কাদেরী এবং মাহিসা দর্শক মাতিয়ে অনুষ্ঠানের ইতি টানেন।