ওসমানীনগরে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৭:৫১:৪৯,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তি ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে আলী আকবর (২৮) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সন্তান জন্ম দিতে গিয়ে তার প্রথম স্ত্রী নবজাতক ভূমিষ্ট হওয়ার পরে মৃত্যু বরণ করেছিলেন এর পর থেকে আলী আকবর কিছুটা মানসিক কষ্টে ভুগছিলেন। শনিবার তার ২য় স্ত্রীর সাথে কিছুটা মনোমালিন্য হয় এতে এক পর্যায়ে রাগ করে তার ২য় স্ত্রী বাবার বাড়ি চলে যায়।
রোববার বিকেল পর্যন্ত আলী আকবরের কোন সাড়াশব্দ না পাওয়াতে পরিবারের অন্যান্য লোকজন বিকেল ৪ টার দিকে তার ঘরে ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ থাকায় দরজার ফাকঁ দিয়ে দেখা যায় ঘরের চালের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে তার মরদেহ। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করেন।
ওসমানীনগর থানার ওসি এস এম মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।