আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে’র বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:০৯:৪০,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
অনেক দিন পর গতানুগতিক কর্মব্যস্ততাকে দূরে ফেলে দিয়ে বসন্তের বর্ণিল দিনে দল বেঁধে ডটমিটরীতে প্রবেশ, সম্মিলিত কণ্ঠে দেশাত্ববোধক গান, স্মৃতিচারণ, আড্ডায় মুখর এক আনন্দঘন পরিবেশে একত্রিত হয়েছিল শ্রীমঙ্গল শহর, গোয়ালাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে আসা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক,অভিভাবক, ছাত্র, ছাত্রী, পরিবারের সদস্যরা।
বৈচিত্রময় গান, আড্ডা আর কথামালার ফুলঝরিতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিতেশ বাবুর চিড়িয়াখানা, কমলগঞ্জের লাউয়া ছড়া ডরমিটরীতে আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত বার্ষিক শিক্ষা সফর হয়ে উঠে উৎসবমুখর।
ভুরিভোজ, আড্ডা, বক্তৃতা, দেশাত্ববোধক গানসহ নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক শিক্ষা সফরে সামিল হন আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও অভিভাবক , সাংবাদিক ও শিক্ষাবিদগণ।