কানাডায় ২৮দেশের অংশগ্রহণে ‘মাল্টিন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল’ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:৪৭,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২৩
সাহেল আহমেদ, যুক্তরাষ্ট্র (মিশিগান):
কানাডার উইন্ডসর শহরে বাংলাদেশিদের উদ্যোগে ২৮টি দেশের অংশগ্রহণে ‘মাল্টিন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাবোটো ক্লাবে অনুষ্ঠানের জমকালো আয়োজন করে বাংলাদেশি অলাভজনক সংস্থা ‘হারমোনি কালচারাল রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ ফোরাম’। বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের অতিথি শিল্পীরা ৩২ ভাষায় সবার সামনে নাচে গানে তাদের দেশকে তুলে ধরেন।
করোনা মহামারির কারনে গত দুই বছর বিরতির পর এবারের আয়োজনকে ঘিরে বেশ উচ্ছ্বসিত ছিলো প্রবাসী বাংলাদেশিরা। এবারের আয়োজনে বিশ্বের মোট ২৮টি দেশের শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতির ৩২ টি পরিবেশনা নিয়ে হাজির হোন। যার মাধ্যমে দেশগুলো নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন বিশ্বের বুকে নিজেদের অবস্থান জানান দেন। একইসাথে বাংলাদেশি শিল্পীরাও হাজার মাইল দূরের দেশে তুলে ধরেন লাল সবুজের পতাকা বাংলাদেশ ও বাঙালি সাংস্কৃতিকে। অনুষ্টানে বিভিন্ন দেশের দেয়া ষ্টল গুলোতে নজর কাঁড়ে আগত দর্শকদের। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন কানাডার উইন্ডসর শহরের স্থানীয় বাংলাদেশি রিয়েলেটর রনি হায়দার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডসর সিটির সিটি কাউন্সিলর ফ্যাবিও কস্তান্তে, ফায়ার ডিপার্টমেন্টের চিফ অ্যাসিস্টেন রব সোমারভিল। বিশেষ অতিথি ছিলেন ইউএইচসি এর সিইও জুন মুইর। এছাড়া হারমনির পরিচালকদের মধ্যে বক্তব্যে রাখেন মুস্তাফিজুর রহমান, ড. ওমর ফারুক, খালেক জামান, ড. মোন্তাজির রহমান এবং মুনতাসির নাসির সৈকত।
অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন ড. রনি রায়, সৌমো খান, টিম রহমান, খোকন নাসিরউদ্দিন, শায়লা হক সহ আরো অনেকে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকরাসহ বিভিন্ন দেশের টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।