সুনামগঞ্জে হাত-পা বেঁধে যুবক ও কিশোরকে পেটালেন ‘আ’লীগ নেতা’, ভিডিও ভাইরাল
প্রকাশিত হয়েছে : ২:৩১:২৩,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
চুরির অভিযোগে হাত-পা বেঁধে এক যুবক ও এক কিশোরকে বর্বরোচিত কায়দায় মারধরের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া নদীতীরে কয়েক শতাধিক লোকজনের উপস্থিতিতে এমন ন্যক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সদস্য দাবিদার মুহিত চৌধুরী ও তার কয়েকজন সহযোগী।
গত ২১ ফেব্রুয়ারির এ ঘটনার একটি ভিডিও গতকাল বৃহস্পতিবার ভাইরাল হয়। বর্বোরচিত কায়দায় মারধরের শিকার হলেন— উপজেলার কোনাট ছড়া গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে আবু বক্কর (২৫), একই গ্রামের ফজর আলীর কিশোর ছেলে খুরশিদ মিয়া।
আহত যুবক ও কিশোররের পরিবার জানায়, উপজেলার পাঠানপাড়া গ্রামের মুহিত চৌধুরী ও তার কয়েকজন সহযোগী সংঘবদ্ধ হয়ে পার্শ্ববর্তী গ্রামের যুবক আবু বক্কর এবং কিশোর খুরশিদ মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
এর পর নৌকা থেকে ব্যাটারি, সোলারসহ নানা সামগ্রী চুরির অভিযোগ তুলে তাদের হাত-পা বেঁধে মারধর করে।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলার পাঠানপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান চৌধুরীর ছেলে মুহিত চৌধুরী নিজেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য দাবি করে বলেন, আমি এলাকার নেতা, চুরির মালামাল উদ্ধার ও স্বীকারোক্তি আদায়ের জন্য কিছুটা মারধর করতে বাধ্য হয়েছি।
চুরির ঘটনায় থানা পুলিশকে জানানো কিংবা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
তাহিরপর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, যুবক ও কিশোরকে হাত-পা বেঁধে মারধরের ঘটনায় অভিযুক্ত মুহিত ও তার সহযোগীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।সুত্র-যুগান্তর