সিলেটে ফের মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি
প্রকাশিত হয়েছে : ২:৩৩:০১,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২৩
সিলেটের রাজপথে ফের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। আগামীকাল শনিবার বিএনপি’র তরফ থেকে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি’র তরফ থেকে জানানো হয়েছে; রেজিস্ট্রারী মাঠ থেকে তাদের পদযাত্রা জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে আম্বরখানা যাবে। আর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভেতরেই শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। তবে- আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে আর শহীদ মিনার চত্বর পর্যন্ত রাখা সম্ভব হয় না। নেতাকর্মীদের ভিড় চলে যায় পাশের রাস্তা এবং চৌহাট্টা পর্যন্ত। এ কারণে বিএনপি’র পদযাত্রা ওই এলাকা দিয়ে একই সময়ে পাড়ি দিলে উভয় দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে- সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী মানবজমিনকে জানিয়েছেন- ‘আমরা এবার ব্যতিক্রম কিছু করতে চাইছি। এখনো সিদ্ধান্ত হয়নি।
হয়তো পদযাত্রার রুট পরিবর্তন হতে পারে। সবকিছু আমরা বসে সিদ্ধান্ত নেবো।’ তিনি জানান- ‘জেলা বিএনপি’র এই পদযাত্রায় সিলেট জেলার ১৮ উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা আসবেন।
এছাড়া; কেন্দ্র থেকে স্থায়ী কমিটির একজন সদস্যও পদযাত্রায় যোগ দেবেন। এদিকে- বৃহস্পতিবার সকালে সিলেট জেলা বিএনপি’র তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ২টায় সিলেট রেজিস্ট্রারী মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করবে জেলা বিএনপি। কর্মসূচি সফল করতে সিলেট জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জেলা বিএনপি’র প্রতিটি ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ সিলেটবাসীকে পদযাত্রা কর্মসূচিতে যোগ দেয়ার জন্য সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। একই সময়ে আওয়ামী লীগের তরফ থেকেও শান্তি সমাবেশের ডাক দেয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে; দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শনিবার বিকাল ৩টায় চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। এ শান্তি সমাবেশে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং সর্বস্তরের শান্তিপ্রিয় দেশপ্রেমিক নাগরিকদের অংশগ্রহণ করে বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনুরোধ জানিয়ছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। এদিকে- এর আগে গত ১৮ই ফেব্রুয়ারি সিলেটের রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছিল।
নগরের কোর্ট পয়েন্টে দু’দল মুখোমুখি হলেও পুলিশ নেতাদের সতর্ক অবস্থানের কারণে কোনো অঘটন ঘটেনি। এর আগে গত ৪ঠা ফেব্রুয়ারি সিলেটে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন- সিলেটের পরিবেশকে শান্ত রাখতেই এ সমাবেশের আয়োজন। এখন আওয়ামী লীগের সমাবেশে শুধু নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও সম্পৃক্ত হচ্ছে। তারা জানান- দেশের মানুষ স্থিতিশীল পরিবেশ চান। কোনো জ্বালাও-পোড়াও তারা গ্রহণ করতে পারেন না। এ কারণে আওয়ামী লীগের সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে। সিলেটের রাজপথে আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে পুলিশ সতর্ক থাকবে। সকাল থেকে নগরের মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নেবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।