ওসমানীনগরে চোখ বেঁধে স্বামী-স্ত্রীকে অপহরণ: থানায় অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৮:৫২:০০,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে স্বামী-স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার দুইদিন অতিবাহিত হলেও খোঁজ মিলছে না তাদের ২২ বছরের ছেলেরও। এ ব্যাপারে দুইজনের নাম উল্লেখসহ ৮/১০ অজ্ঞাতনামা আসামী করে বুধবার ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার বড় ইসবপুর গ্রামের মৃত বখত চৌধুরীর পুত্র নজরুল ইসলাম চৌধুরী।
অভিযুক্ত বিশ্বনাথ উপজেলার করছা শেলী গ্রামের মৃত আব্দুল মালিক চৌধুরীর পুত্র আব্দুছ ছালাম চৌধুরী ও জগন্নাথপুর উপজেলার ছিলাউড়া গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র শাহিদুল ইসলাম বকুল।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে অভিযুক্ত আব্দুছ ছালাম চৌধুরী উপজেলার ইসবপুরস্থ নজরুল ইসলাম চৌধুরীর বাড়ির একটি রুম জোরপূর্বক দখল করে বসবাস করছেন। এ ঘটনায় নজরুল ইসলাম ও তার ছোট ভাইয়ের স্ত্রী বাদি হয়ে আব্দুছ ছালাম চৌধুরীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গত ১৯ ফেব্রুয়ারি আব্দুছ ছালামের ফুফাতো ভাই শাহিদুল ইসলাম বকুলও ওই বাড়িতে প্রবেশ করেন। একই দিন বিকালে আব্দুছ ছালাম, শাহিদুল ইসলাম বাড়ির গেইটে এবং ভিতরে লাগানো বিভিন্ন নেইম প্লেইট ভেঙ্গে ফেলে। নজরুল ইসলাম প্রতিবাদ করলে তাকে নানা ধরণের হুমকি প্রদান করা হয়।
গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে পরিবারের লোকজন নিয়ে রাতে খাওয়ার পর নজরুল ইসলাম, তার স্ত্রী পারভীন সুলতানা ও ছেলে মিনহাজ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আব্দুছ ছালাম ও শাহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা ৮/১০জন লোক মাক্স পরিহিত অবস্থায় জোর করে ঘরে ঢুকে নজরুল ইসলাম ও তার স্ত্রী পারভীন সুলতানার হাত রশি দিয়ে ও কাপড় দিয়ে চোখ বাঁধে। এরপর একটি গাড়িতে তুলে নিয়ে যায়। রাত দেড়টার দিকে হাত ও চোঁখ বাধা অবস্থায় নজরুল ও তার স্ত্রীকে আদালত থেকে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায়। কিছুক্ষণ পর নজরুল ও তার স্ত্রী অনেক চেষ্টায় হাত-চোখের বাঁধন খুলে দুইজন পথচারীর মাধ্যমে জানতে পারেন তারা ফরিদপুর (লালাবাজার সংলগ্ন) স্থানে রয়েছেন।
এসময় তারা পথচারীদের সহায়তায় পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন এবং পার্শ্ববর্তী আর্মড পুলিশ ব্যাটালিয়র ক্যাম্প আশ্রয় নেন। কিন্তু তাদের ২২ বছরের সন্তান মিনহাজের কোন খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে নজরুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন ওসমানীনগর থানায়।
বাদী নজরুল ইসলাম বলেন, আমার ছেলে মিনহাজকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রেখেছে ছালাম ও শাহিদুল। তাদের ভয়ে আমিসহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। সন্ত্রাসীর ভয়ে আমরা বাড়ি ছাড়া। আমি অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম মাঈন উদ্দিনের মোবাইল নাম্বারে কল করলে তিনি রিসিভ করেননি।
তবে থানার ডিউটি অফিসার এসআই স্বাধীন চন্দ্র তালুকদার জানান, অভিযোগটি তদন্ত করবেন এসআই আক্রাম হোসেন। যদিও এসআই আক্রাম হোসেন জানিয়েছেন, অভিযোগটি তিনি এখনো (বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত) হাতে পাননি। অভিযোগের কাগজ হাতে পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।