সিলেট-মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সভা ও কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৭:৪২:৫৫,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২৩
বিজ্ঞপ্তি
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সভা বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেট টেকনিক্যাল রোডস্থ হাবিব হোসেন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সিলেট-মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি শাহ নূরুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হিরন মিয়া, সাংগঠনিক সম্পাদক জুনু মিয়া, অর্থ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত প্রমুখ।
সভায় ২০২২ সালের আয়-ব্যয় হিসাব অনুমোদন করা হয়। সভার শুরুতে মালিক গ্রুপের সভাপতি, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী হাবিব হোসেনের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং তার রুহের মাগফেরাত সহ গ্রুপের অন্যান্য কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নোমান ফয়েজী।
সভায় সর্বসম্মতিক্রমে শাহ নূরুর রহমানকে সভাপতি, হাজী সৈয়দ মৌরশ আলীকে সিনিয়র সহ সভাপতি করে ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি যথাক্রমে সামছুদ্দিন বাবুধন, মোক্তার আহমদ, পারভেজ মিয়া ও আব্দুল আজিজ। কার্যনির্বাহী সদস্য কয়েছ উদ্দিন, অরুণ কুমার দেব, ফরিদুর রহমান, হাজী আফতাব উদ্দিন, পানসুর আলী, রায়হান হোসেন, হাজী নুর মিয়া, সৈয়দ রৌশন আলী, বিজিত দেব তমাল, বেলাল আহমদ, নুরুল ইসলাম রুপম, মোঃ লয়লু মিয়া প্রমুখ।