হবিগঞ্জে গরুচোরদের ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রকাশিত হয়েছে : ৭:০৯:৫৩,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জের মাধবপুরে গরুচোরদের ধরতে গিয়ে জুবাইর মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ছাতিয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে আসকির মিয়ার গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এ সময় গ্রামের লোকজন একটি পিকআপযোগে গরু বহনের দৃশ্য দেখতে পেয়ে পিকআপটিকে পেছন থেকে ধাওয়া করে।
জনতার ধাওয়ায় চোরের দল গরুভর্তি পিকআপ গাড়িটি ফেলে পালিয়ে যায়। উপস্থিত জনতার মাঝে উপজেলার গোপীনাথপুর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে খলিল মিয়া (২৫) ফেলে রাখা গাড়িটির চালকের আসনে বসে ঘুরাতে গেলে সড়কের পাশে খাদে নামতে থাকে। এ সময় গাড়ির ওপরে থাকা যুবকরা আত্মরক্ষার্থে লাফালাফি করে নামতে গিয়ে ওই গ্রামের খলিল মিয়ার ছেলে জুবাইর মিয়া (২৫) গাড়ির চাকার নিচে পড়ে মারা যান।
থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক গাড়িটির মালিকানাসহ চোরাই কাজে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।