শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:৩৪:৩৬,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২৩
আল-আমিন, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে খেলাধুলার উদ্বোধন করে সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ সাজু,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
এ সময় কলেজের শিক্ষক,শিক্ষিকা,ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য উপস্থিতিতে বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন অতিথিরা।
প্রধান অতিথি এসময় ছাত্র-ছাত্রীদের মিষ্টি খাওয়ার জন্য ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন। তিনি তার বক্তব্যে কলেজের উন্নয়নের জন্য অতীতের মত নিরলসভাবে কাজ করে যাবেন বলে জানান।