যুবকের সাহসিকতায় সিলেটে দুই ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ৭:৫১:২৯,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২৩
সিলেট নগরীতে ছিনতাইয়ের শিকার হওয়া বাইসাইকেল আরোহী যুবকের সাহসিকতায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। বুধবার আটকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তালতলা এলাকার কাজিরবাজার মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। দুই ছিনতাইকারী হলো- দক্ষিণ সুরমার কুচাই এলাকার আব্দুল মুনিমের ছেলে ইয়ামিন আহমদ ও ঠাকুরগাঁওয়ের বাসিন্দা আব্দুল মুমিনের ছেলে সাদ্দাম হোসেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন স্থানীয় তালতলার বাসিন্দা যতন চন্দ্র পাল। ওই সময় মোটরসাইকেলে আসা দুই যুবক যতন চন্দ্র পালের মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করে। তখন যতন চন্দ্র এক ছিনতাইকারীর শার্টের কলার ধরে আটকানোর চেষ্টা করেন। মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা তাকে টেনেহিঁচড়ে নেওয়ার চেষ্টা করে। একশ’গজের মাথায় স্থানীয় কাজির বাজার মাদ্রাসার পাশে গিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন যতন চন্দ্রের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে।
বুধবার যতিন বাদী হয়ে দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, সেই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।