শহিদ মিনার বেদিতে জুতা পায়ে উঠলেন দুই যুবদল নেতা!
প্রকাশিত হয়েছে : ১০:১৭:০৬,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২৩
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণের সময় জুতা পায়ে শহিদ মিনার বেদিতে উঠেছেন দুই যুবদল নেতা। ঘটনাটি মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের রাজনগরে ঘটেছে।
বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সবাই এর সমালোচনা করছেন।
জানা যায়, রাজনগর কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফুল দিতে যান উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এসময় জেলা যুবদলের সহ-সম্পাদক ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শাহীন আহমদ এবং ফতেপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ফয়ছল আহমদ জুতা পায়ে দিয়েই শহিদ মিনার বেদিতে উঠে পড়েন।
ফুল দেয়া শেষে একাধিক যুবদল নেতা ফেইসবুকে ছবি পোস্ট করেন। এসব ছবিতে দেখা যায়- বেদিতে থাকা যুবদল নেতা শাহীন আহমদ ও ফয়ছল আহমদের পায়ে জুতা রয়েছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
এ বিষয়ে জানতে যুবদল নেতা শাহীন আহমদ ও ফয়ছল আহমদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার গণমাধ্যমকে বলেন, বিষয়টি এখনো নজরে আসেনি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।