ভাষা শহিদদের প্রতি শিশুদের শ্রদ্ধা-ভালোবাসা
প্রকাশিত হয়েছে : ৮:২০:২৩,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২৩
সুরমা নিউজ ডেস্ক:
কতই বা বয়স এদের? ৭-৯ কিংবা সর্বোচ্চ ১১ বছর। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিংবা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে কতটুকু জ্ঞান এদের? তবু এই বয়সে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে নিজের হাতে শহিদ মিনার তৈরি করেছে রাজধানীর মিরপুর বাউনিয়াবাধ এলাকার হাবিব, আজমল, জনু ও আরিফ।
বড়দের সহায়তায় বাঁশের কাঠি ও বয়ামের ঢাকনা দিয়ে বানিয়েছে শহিদ মিনার। পেছনের দেয়ালের রঙের দাগ ঢাকতে টাঙিয়ে দিয়েছে কাপড়। স্কুলের শহিদ মিনারের পেছনে সাদা কাপড় ব্যবহার করতে দেখে তারাও বেছে নিয়েছে একই রঙ।
চার শিশুর মধ্যে সবার বড় হাবিব বলেন, আজ ২১ ফেব্রুয়ারি। আজ আমাদের বাংলা ভাষারে সম্মান জানাই। প্রতি বছরই আমাগো বড় রাস্তায় একটা শহিদ মিনার বানায়। তার জন্য আমরাও বাসার সামনের খোলা জায়গায় এইটা বানাইছি। গতবারও বানাইছিলাম।
স্থানীয় বাসিন্দা মনজুরুল ইসলাম বলেন, পোলাপাইন আনন্দ নিয়া এসব বানাইছে এটাই অনেক। ধীরে ধীরে সব শিখ্যা যাইবো। মুক্তিযুদ্ধ নিয়াও যে ওগো মাথায় আসে এইডাও ভালো।
কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়, রাজধানীর অনেক এলাকায় প্রকাশ পেয়েছে ভাষার প্রতি শিশুদের এই নিঃস্বার্থ ভালোবাসা। তারা ভালোবাসা জানায় শহিদের প্রতি। হয়তো জেনে অথবা না জেনে কিংবা শুধুই অনুকরণ করে। কিন্তু তাদের এই ভালোবাসা ইঙ্গিত দেয় দেশের প্রতি তাদের দায়িত্ববোধের, শ্রদ্ধার।