লাখাইয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ৩:১৭:২৮,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২৩
সূর্য্য লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটির প্রথম প্রহরে লাখাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পার্ণ অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর নেতৃত্বে উপজেলা প্রশাসন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি এডাঃ আলী নোয়াজ এর নেতৃত্বে প্রেসক্লাব সম্পাদক আশীষ দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক বিল্লাল মিয়া সাংগঠনিক সম্পাদক বিজয় আহাম্মদ সুমন অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সূর্য্য রায়, ফরহাদ মিয়া, সহ লাখাই প্রেসক্লাব নেতৃবৃন্দ । কেশব চন্দ্র রায় এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া ও ওসি তদন্ত চম্পক দামের নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের সভাপতির আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগের আহবায়ক একরামুল মজিদ চৌধুরী শাকিল এর নেতৃত্বে যুবলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অফিসার্স ক্লাব, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দিবসটি পালনে লাখাই উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান,পেশাজীবি সংগঠন,সকল সরকারি,বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত ,কালোব্যাজ ধারন আলোচনাসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।