‘প্রেমে রাজি না হওয়ায়’ স্কুল শিক্ষিকার ঘরে আগুন!
প্রকাশিত হয়েছে : ৫:২৬:২৪,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২৩
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাছরিন (৩১) নামে এক স্কুল শিক্ষিকাকে চিরকুট লিখে তার ভাড়া ঘরে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। নাছরিন আলফাডাঙ্গা পৌরসভার চর নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঘটে যাওয়া ঘটনায় রোববার রাতে ওই শিক্ষিকা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নাছরিন কাশিয়ানী উপজেলার শিবগাতী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তিন সন্তান নিয়ে আলফাডাঙ্গা পৌরসভার চর নওয়াপাড়া গ্রামে মাহামুদুল হাচানের বাড়িতে তিনি ভাড়া থাকতেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা পাঁচটি ফোন নম্বর থেকে প্রায় সময় ফোন দিয়ে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিতেন। পরে প্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখায় তারা। গত ২ ফেব্রুয়ারি কোনো এক সময় বাড়ির বাউন্ডারিতে চিরকুট লিখে রাখে। সেখানে অশ্লীল ভাষা ব্যবহারসহ ঘরে আগুন দেওয়ার কথা লেখা ছিল।
বিদ্যালয় দুই দিন বন্ধ থাকায় নাছরিন গত ১৭ তারিখ বিকেলে স্বামীর বাড়ি চলে যান। ১৯ তারিখ বিকেলে বাসায় ফিরে দেখতে পান বাড়ির মূল ফটক ও ঘরের তালা ভাঙা। পরে ঘরে ঢুকে দেখতে পান তাদের ব্যবহৃত সমস্ত পোশাক, খাদ্যপণ্যসহ সব জিনিসপত্র আগুন দিয়ে পোড়ানো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফিয়া পারভিন জানান, চিরকুটের ঘটনায় নাছরিনকে থানায় সাধারণ ডায়রি করতে বলেছিলাম তবে গ্রামের মাতুব্বররা বলেছিলেন বিষয়টি তারা দেখবেন।
বাড়ির মালিক মাহামুদুল হাচান বলেন, স্কুল শিক্ষিকা তিন সন্তান নিয়ে ভাড়া থাকেন। দেওয়ালে চিরকুট লেখার বিষয়টি নিয়ে সেলিম শেখ নামে এক স্থানীয় মাতুব্বর বলেছিলেন তিনি বিষয়টি দেখবেন। যার কারণে আমি আইনের আশ্রয় নিইনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত অব্যাহত রয়েছে।