যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর ম্যুরালে কালিলেপন, আওয়ামী লীগের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ৩:২২:২৩,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২৩
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান):
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামেক শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে দুস্কৃতিকারীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে শনিবার বিকেলে বঙ্গবন্ধুর ম্যুরালের এমন অবমাননাকর অবস্থা আওয়ামী লীগ নেতাকর্মীদের নজরে আসে। সাথে সাথেই ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রবিবার (১৯ফেব্রুয়ারি) দফায় দফায় প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে স্থানীয় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রামেক শহরের ব্যস্ততম রোড কনান্টে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের এমন অবমাননায় হতবাক হয়েছেন প্রবাসীরা। এ ঘটনার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
ম্যুরালে কালিলেপনের ঘটনায় রবিবার সকাল ১১টার দিকে মিশিগান স্টেট আওয়ামী লীগ ও বিকেল ৪টায় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেন। এসময় বক্তারা স্বাধীনতা বিরোধী শক্তি এমন নেক্কারজনক কাজ করেছে দাবি করে বলেন, এমন হীন ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমরা কোনো আপোষ করবো না। যারা বঙ্গবন্ধুর ম্যুরালে কালি লেপন করেছে তাঁরা ভুলে গেছে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এমন অবমাননা যারা করেছেন তাঁরা দেশের শত্রু, দেশের সংবিধান মানেন না, ত্রিশ লাখ শহীদের তাজা রক্তের সাথেও তাঁরা বেঈমানি করছেন। ভবিষ্যতে তাঁদের চিহ্নিত করে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যারা:
রবিবার বিকেলে মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ মুতালিবের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান,বাবুল আহমদ বাচ্চু,সালেহ আহমদ বাদল, আব্দুল মালেক, নজরুল রহমান, মাহবুব রাব্বি খান,সাবুল আহমদ, এডভোকেট নুরুল হাসান পারভেজ, ড. রাব্বি আলম,মোহাম্মদ মবশ্বির আহমদ, আবু তাহের লুৎফুর, নুরুজ্জামান এখলাছ,সালেক আহমদ, মোহাম্মদ মোমিন হোসাইন,শেখ বদরুদ্দোজা জুনেদ,রুম্মান আহমদ ইভান,সৈয়দ ইয়াহিয়া, আনোয়ার আহমদ, রাজ আহমদ,সাইফুল ইসলাম,ইজাজুল হুসাইন, খাজা আফজল, জিসান আহমদ।
রবিবার সকালে মিশিগান স্টেট আওয়ামী লীগের প্রতিবাদ সভায় সংগঠনটির সভাপতি ফারুক আহমেদ চান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমদ মুছার পরিচালনায় বক্তব্য রাখেন মো. এ হুসেন সুলেমান, আহাদ আহমদ, সৈয়দ মতিউর রহমান শিমু, আলী আহমদ ফারিস, ফয়েজ উদ্দিন, রুহেল আমীন, মাহবুবুল আলম আলমগীর, ফরহাদ আহমদ গুলজার, সেবুল আহমদ, খালেদ হোসেন।