সিলেটে ছাত্রীকে উত্ত্যক্তের জেরে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ ,পুলিশসহ আহত অনেকে
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:১৭,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২৩
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়।
তাৎক্ষনিকভাবে আহত পুলিশ ও অন্যান্যদের নাম পরিচয় জানা যায় নি।
স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের একজন ছাত্রীর সাথে ওই এলাকার ব্যবসায়ী এক যুবকের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে ওই শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীদের অবগত করলে তারা সেখানে জিজ্ঞাসাবাদ করার জন্য আসে। এসময় ব্যবসায়ী-শিক্ষার্থীদের মতপার্থক্য দেখা দেয় ও বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়।
এ ঘটনায় পুলিশসহ দুপক্ষের বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন।
এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার সত্যতা নিশ্চিত করে পরে বিস্তারিত বলবেন বলে জানান।
হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের সামনের এক ব্যবসায়ী কিছুদিন ধরে মেডিকেল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আজ রোববার রাতে ওই ছাত্রী কলেজের বাইরে এলে ফের উত্ত্যক্তের জেরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে।