ওসমানীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন প্রদান
প্রকাশিত হয়েছে : ৬:২০:৪৬,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২৩
মহান মুক্তিযুদ্ধের সি ইন সি, প্রখ্যাত সমরবিশারদ, গণতন্ত্রের মানসপুত্র সংসদীয় গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, প্রয়াত এম এন এ, এমপি বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী, জননেতা, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৯ তম মৃত্যুবাষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে যথারীতি সম্মানের সাথে গৃহীত ২ দিনব্যাপি কর্মসূচীর ২য় দিনে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ২.৩০ টায় বঙ্গবীর ওসমানীর পিতৃভূমি ওসমানীনগরের দয়ামীরস্থ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে “বাংলা ভাষা প্রতিষ্ঠায়, মহান মুক্তিযুদ্ধে ও সংসদীয় গণতন্ত্র রক্ষায় ওসমানীর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সেলাইমেশিন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ জুয়েল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা যুবলীগের সভাপতি, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সাবেক ছাত্রনেতা শামীম আহমদ ভিপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়ন থেকে বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ আতাউর রহমান, ওসমানীনগর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আনা মিয়া, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ক্রীড়াবিদ, লেখক ও গবেষক মোঃ আব্দুল হাই মশাহিদ।
বক্তব্য রাখেন বৃহত্তর বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক শিক্ষানুরাগী বদরুল আলম চৌধুরী, তাজপুর ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ওসমানীনগর শাখার সভাপতি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য যোবায়ের আহমদ শাহীন, দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও দয়ামীর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফারুক মিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য দয়ামীর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শাইস্তা মিয়া, সাবেক ছাত্রনেতা ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য মামুনুর রশীদ খলকু উপস্থিত ছিলেন দয়ামীর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস শহীদ, যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন চৌধুরী লুকু, দয়ামীর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফারুক মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ হেলাল মিয়া, ওসমানীনগর টাইমস এর মোঃ সুয়েব আহমদ, বিশিষ্ট ছাত্রনেতা, শহীদ শেখ রাসেল স্মৃতি পরিষদের বালাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জাকির আহমদ, যুবনেতা নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ সালিক মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে সংসদের উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী, অর্গানাইজেশন অব বাংলাদেশি আমেরিকান্স এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক ও কমিউনিটি নেতা মোঃ হাসান আলী, বিশিষ্ট ব্যবসায়ী ফুল কলি সিলেটের স্বত্বাধিকারী সংসদের সম্মানিত সদস্য আরিফুর রহমান চৌধুরী ও বিশিষ্ট সাংবাদিক সিলেট জাগো নিউজের এডিটর মোঃ শিপন খানের অর্থায়নে ৩টি সেলাই মেশিন ২জন সুবিধা বঞ্চিত সেলাই কাজে প্রশিক্ষণ প্রাপ্ত কলেজের শিক্ষার্থী ও ১ জন সুবিধা বঞ্চিত গৃহিণী (মহিলার) হাতে যথাক্রমে ফাম্মি আক্তার সাজেদা, তাহমিদা ইয়াসিন এমি ও পপি বেগমের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রদান করেন।
সভার শুরুতে কোরআনে পাক থেকে তেলাওত করেন মোঃ নাজমুল হক তুহিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের প্রারম্ভে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবীর ওসমানীর কারণে বিশ্বদরবারে আমরা আজ সম্মানিত, তাঁর ন্যায় ক্ষণজন্মা বীর পুরুষের জন্ম না হলে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাঁড়া দিয়ে মুক্তিযুদ্ধের হাল না ধরলে আমরা স্বাধীন হতে পারতাম না, পলাশীর আম্রকাননে বাংলার নবাব সিরাজ্জুদ দৌলার সেনাপতি মীর জাফর আলী খাঁ বিশ্বাসঘাতকতা করায় স্বাধীনতা অস্তমিত হয়েছিলো এবং মীরজাফর আলী খাঁ আজ “মীরজাফর” বেঈমান হিসাবে চিহ্নিত। অপরদিকে আমাদের অহংকার এম এ জি ওসমানী, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর নেতৃত্বের প্রতি আনুগত থেকে বিশ্বস্থ সিপাহসালার হিসাবে জীবনের ঝুকি নিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা এনে দেয়ার কারণে তিনি আজ জাতির নিকট ‘বঙ্গবীর’ হিবাবে বিশ্বের মুক্তিপাগল মানুষের কাছে সর্বোচ্চ সম্মানে ভুষিত।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে আমি কথা দিচ্ছি আমি/আমরা বেঁচে থাকতে তাঁর স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেবোনা। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রয়াস গ্রহণ করবো এবং অচিরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। এ জন্য আমি আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। তিনি ওসমানীর স্মৃতি রক্ষায় দয়ামীর ও ওসমানীনগরবাসীকে এগিয়ে আসার আহবান জানান।
সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল তাঁর সমাপনি বক্তব্যের মাধ্যমে অবিলম্বে ওসমানীনগরে দয়ামীরস্থ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিচালনার দায়িত্ব ওসমানীনগর উপজেলা প্রশাসনের নিকট ন্যাস্ত করতো লোকবল নিয়োগ করে চালু করা সহ সংসদের পক্ষ থেকে সরকারের নিকট ৭ দফা তুলে ধরেন।