সিলেটে ফের ‘মুখোমুখি’ আ.লীগ-বিএনপি, জনমনে উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ২:৩৯:১৩,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২৩
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট মহানগরীতে ১৪দিনের ব্যবধানে ফের পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে ক্ষমতাসিন দল আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি।
শনিবার(১৮ফেব্রুয়ারি) বিকেলে এক ঘণ্টার ব্যবধানে এসব কর্মসূচি পালিত হবে। দুটি দলের কর্মসূচিস্থলের দূরত্ব প্রায় আধা কিলোমিটার।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি নগরীতে দুটি দল পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। সে কর্মসুচি নিয়ে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছিলো। শেষ পর্যন্ত অবশ্য কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সে কর্মসুচি শেষ হয়।
সে কর্মসূচির দুই সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে দুটি দল।
বিএনপি জানিয়েছে, বেলা দুইটায় নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে পদযাত্রা শুরু করবে মহানগর বিএনপি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের দমন-পীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
একই সূত্রের তথ্য অনুযায়ী, পদযাত্রাটি নগরের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট হয়ে কিনব্রিজ পার হয়ে দক্ষিণ সুরমায় গিয়ে শেষ হবে। পদযাত্রা শুরুর আগে-পরে সংক্ষিপ্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে।
এদিকে,বিকাল তিনটায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে মানববন্ধন পালন করা হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনীতি বিনষ্টকারী অপশক্তি গোষ্ঠীর অপরাজনীতির বিরুদ্ধে মানববন্ধন ডাকা হয়েছে। এতে মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
বিএনপির ঘোষিত কর্মসূচি সম্পর্কে মো. জাকির হোসেন অবহিত নন বলে দাবি করেছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ শান্তির রাজনীতিতে বিশ্বাসী। আমরা কখনোই সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। তাই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ করা হবে। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে সব সময় প্রস্তুত থাকে।’
আওয়ামী লীগ ও বিএনপির ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা বলেন, ৪ ফেব্রুয়ারি দুটি দলের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে জনমনে আতঙ্ক ও উদ্বেগ ছিল। তবে দুটি দলই সেবার অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছিল। এবারও আগের মতোই আতঙ্ক থাকলেও দুটি দলই শান্তিপূর্ণভাবে নিজেদের কর্মসূচি শেষ করবে বলে মনে করা হচ্ছে।
দুটি রাজনৈতিক দলের মহানগরের নীতিনির্ধারণী কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি বেলা দুইটায় কর্মসূচি শুরু করার কথা বললেও তারা বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে পদযাত্রা শুরু করবে। এটি কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরের কোর্ট পয়েন্ট হয়ে দক্ষিণ সুরমার গিয়ে শেষ হবে।
কোর্ট পয়েন্ট এলাকায় আওয়ামী লীগ বেলা তিনটায় মানববন্ধন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।তবে এ কর্মসূচি প্রকৃতপক্ষে শুরু করা হবে বিকাল সাড়ে তিনটা থেকে বিকেল চারটার মধ্যে।
পদযাত্রা কর্মসূচি সফলে সব ধরনের প্রস্তুতি দলটি গুছিয়ে এনেছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।
তিনি বলেন, ‘সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে পদযাত্রা কর্মসূচি করা হবে। কয়েক হাজার মানুষের উপস্থিতি এ কর্মসূচিতে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটা খুবই দুঃখজনক, বিএনপি কর্মসূচি দিলে সেদিন আওয়ামী লীগও কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ যে এতটা দেউলিয়া হবে, সেটা আমাদের কল্পনায়ও ছিল না। যা–ই হোক, আমরা সুশৃঙ্খলভাবেই কর্মসূচি শেষ করতে চাই।’