কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭:৫১:৫৯,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২৩
কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ ঘটনা ঘটে।
টরন্টো পুলিশের বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, হতাহত চারজনই বাংলাদেশি শিক্ষার্থী। তারা শিক্ষার্থী ভিসায় টরন্টোয় অবস্থান করছিলেন। এ ছাড়া এ ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ২০ বছর। অন্য দুজনের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে।
প্রতিবেদনে আরও বলা হয়, চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুতগতিতে ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি একটি র্যাম্প ছেড়ে কংক্রিটের প্রাচীরের ওপর দিয়ে খাদে গিয়ে পড়ে যায়। পরে গাড়িটিতে আগুন ধরে যায়।
টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এরপর ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হয়।
তাদের মধ্যে গাড়ির চালকের আসনে ছিলেন গায়ক কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ।
প্রীতম আহমেদ বলেন, ‘আমাদের প্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কানাডায় রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন। বর্তমানে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা জানাতে ডাক্তাররা আরও ৬-১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন। আমার সঙ্গে এ মুহূর্তে হাসপাতালে অবস্থানরত ওর কাকুর সঙ্গে কথা হয়েছে। অযথা না জেনে কেউ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করবেন না।’
তিনি আরও বলেন, ‘সবাই গুজব ছড়াচ্ছে। সবাই ওর জন্য দোয়া করেন। অনুরোধ করব, মিথ্যা তথ্য প্রচার করবেন না।’
পুলিশ জানিয়েছে, নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।