সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শ্রীমঙ্গলে ইমাম খতিবদের সভা
প্রকাশিত হয়েছে : ৭:২০:১৯,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২৩
শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনের লক্ষ্যে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুম এই সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার
ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
সভার সঞ্চালনা করেন, ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলার সহকারী ফিল্ড সুপারভাইজার মো. আব্দুর রব।
এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ১২০ জন ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানেবক্তারা বলেন, ইসলাম ধর্মের মানুষের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে এটা প্রিয় নবীর বাণী ছিল। তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, একটি সমাজে বহু ধর্মের মানুষ বসবাস করবে, সেখানে যে যার ধর্ম নির্দ্বিধায় পালন করবে। সকলের মাঝে সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।