সিলেটে সনিয়া হত্যায় তিনদিনের রিমান্ডে সজিব
প্রকাশিত হয়েছে : ৬:৩২:২৯,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২৩
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে কলেজ ছাত্রী ও টিকটকার তরুণী সনিয়া আক্তার (২১) হত্যা মামলার প্রধান আসামী মামাতো ভাই মো.সজিবকে(২৯) তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার বিকেলে অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর মোমেনের আদালতে তোলে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে ম্যাজিষ্ট্রেট তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই জামিল আহমদ।
এর আগে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে র্যাব-৯ ও কোতোয়ালী থানার যৌথ অভিযানে ঢাকার যাত্রাবাড়ির সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে সজিবকে আটক করে।
সজিব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মো. নুরুদ্দিনের ছেলে।
এর আগে, গত রোববার দুপুর ১২টার দিকে নগরের খুলিয়াটুলা এলাকার জহুর আলীর বাসা থেকে সনিয়া আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।