মিশিগানে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় তিনজন নিহত, আশঙ্কাজনক ৫
প্রকাশিত হয়েছে : ১:৩৬:০৩,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২৩
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান):
যুক্তরাষ্ট্রের মিশিগানের ল্যানসিংয়ে অবস্থিত মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আছেন আরও ৫জন শিক্ষার্থী। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটের পর এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় বাংলাদেশি প্রায় ৫ জন ছাত্র আটকা পড়েছিলেন বলে জানা গেছে।
অস্ত্রধারীর বিবরণ জানিয়ে উপ-পুলিশ প্রধান ক্রিস রোজম্যান বলেন, হামলার পর ৪৩ বয়সী এই অস্ত্রধারীকে মৃত অবস্থায় দেখতে পায় পুলিশ। গতকাল রাতে ক্যাম্পাসের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকধারী প্রথমে বার্কি হলে দুইজনকে পরবর্তীতে এমএসইউ ইউনিয়নে আরেকজনকে গুলি করে হত্যা করে। নিহতরা হলেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী এরিয়েল অ্যান্ডারসন, ব্রায়ান ফ্রেজার ও আলেকজান্দ্রিয়া ভার্নার।
আটকে পড়া এক বাংলাদেশি ছাত্র জানান, একাডেমিক ভবনে থাকাবস্থায় গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলি শুরু হলে সবাই একটি রুমের ভেতরই আশ্রয় নেন। পরবর্তীতে তাদের আর বের হতে দেয়নি পুলিশ। পুলিশ তাঁদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ করেন।
এদিকে ঘটনার পর মঙ্গলবার মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটি এ অঙ্গরাজ্যের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। এখানে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।