ওসমানীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৪২,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২৩
ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারী মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপচেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, এসিল্যান্ড রাজীব দাশ পুরকায়স্থ, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার এস আই সুজিত চক্রবর্তী, জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া।
আরও উপস্থিত ছিলেন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা ভিপি, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, দুপ্রকের সভাপতি ছুরাব আলী, প্রধান শিক্ষক শহীদ হাসান। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।