নির্বাচন ছাড়া সরকারের পতন করা যাবে না: পরিবেশমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৬:৫৪:৩৯,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি:
নির্বাচন ছাড়া কোনো ষড়যন্ত্র করে সরকারের পতন করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে কিন্তু অপশক্তি সফল হবে না।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভাটেরাবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় বিদেশিরা বাংলাদেশকে ভিক্ষুকের জাতি বলত। আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশের আমূল পরিবর্তন হয়েছে। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা রয়েছে। ভিশন ৪১ বাস্তবায়ন হলে মাথাপিছু আয় বেড়ে যাবে। এদেশে বেকারত্ব থাকবে না। বিদেশে যেতে হবে না। তিনি দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
এসময় মৌলভীবাজারের জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান ও সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
সাবেক সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জজ কোর্টের পিপি অ্যাড. রাধাপদ দেব সজল ও অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সহিদ ও সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, সিলেট ভাটেরিয়ান সমিতির সভাপতি লুৎফুর রহমান, আয়োজক কমিটির আহবায়ক শাহ আজিজুর রহমান পারুল প্রমুখ।
এলাকাবাসীর বিভিন্ন দাবির মধ্যে ভাটেরা রেলস্টেশন পুনরায় চালুসহ অন্যান্য দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন করেন মন্ত্রী।