স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:০৯,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২৩
প্রতিবছরের ন্যায় এবারও স্টারলাইট একাডেমির তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
স্টারলাইট একাডেমির প্রিন্সিপাল আনোয়ার আলীর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল জাহেদুজ্জামান স্বপন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্টারলাইট কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সহকারি শিক্ষক আব্দুল কাদির। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক ময়দুল ইসলাম ও আমির হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এ.কে. এম. শফি সামি ও ফাহমিদা বেগম।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ।
পুরস্কার বিতরণ শেষে মাধ্যমিক শাখার আহ্বায়ক মোঃ সেলিম উদ্দিন, সচিব মামুনূর রশীদ এবং প্রাথমিক শাখার আহ্বায়ক জামাল হোসেন, সচিব আশুরা খানম এবং স্টারলাইট একাডেমির ভাইস প্রিন্সিপাল জাহেদুজ্জামান স্বপন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।