১০০ গরীব ও মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দিবে ‘ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন’
প্রকাশিত হয়েছে : ৫:০৫:৪৪,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০২৩
সুরমা নিউজঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১০০ গরীব ও মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দিবে ‘ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন’।
সিলেট শহরে বসবাসরত ফেঞ্চুগঞ্জবাসীর সংগঠন ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রথম কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেঞ্চুগঞ্জের সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার প্রধানদের কাছ থেকে ছাত্রদের তালিকা নেওয়া হবে। ফেঞ্চুগঞ্জ বাসীর সুখে, দুখে পাশে থাকতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে এগিয়ে নেওয়াটাই এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, গত ৩১ শে জানুয়ারি ২০২৩ ইংরেজি ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। সভাপতি মোঃ আলি হাসান শাহীন ও সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী কে মনোনীত করা হয়।