ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান ও প্রশাসনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৬:১৫:৩১,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা।
সোমবার বিকেল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সিনিয়র সহসভাপতি আবদুল মতিন, সহ সভাপতি লিলুউর রহমান পংকী, সহ সাধারণ সম্পাদক রণিক পাল, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, কার্য নির্বাহী সদস্য উজ্জ্বল ধর, কয়েছ আহমদ, আবু হানিফা, সদস্য জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, ফয়ছল আহমদ, মলয় চক্রবর্তী, এমদাদ খান প্রমূখ। এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ব্যাপক অবদানের কথা উল্লেখ করে সর্বক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা। একই সাথে সংবাদ পরিবেশনের জন্য তথ্য সহযোগিতা কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।