সিলেটে বড়চক উচ্চ বিদ্যালয়ে প্রবাসীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৮:১৫:৪১,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২৩
সুরমা নিউজঃ
সিলেটের দক্ষিণ সুরমার বড়চক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমেরিকা প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমেরিকা কমিউনিটি নেতা ও বড়চক উচ্চ বিদ্যালয় উন্নয়ন পরিষদের সভাপতি উবায়দুর রহমান মাছুমের সম্মানে বড়চক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বড়চক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মফিজ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি ও আমেরিকা কমিউনিটি নেতা বড়চক উচ্চ বিদ্যালয় উন্নয়ন পরিষদের সভাপতি উবায়দুর রহমান মাছুম।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি উবায়দুর রহমান তার ব্যক্তিগত তহবিল থেকে বিদ্যালয়ের একটি ভবনের একটি অংশের ছাদ দেওয়ার ঘোষণা দেন ও তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য বশির মিয়া, সমাজকর্মী ছানউল হক ছানা, নজরুল ইসলাম, অবিদ নুর, মোস্তাব আলী, লুৎফুল হক, মনোহর আলী, নিমার আলী ও সাবেক মহিলা ইউপি সদস্য আমিরুন বেগম।