নৌকার ওপর বিএনপির এতো রাগ কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৫৩,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০২৩
রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকার কারণে দেশ স্বাধীন হয়েছে। আর দেশ স্বাধীন হওয়ার কারণে জিয়াউর রহমান মেজর থেকে রাষ্ট্রপতি হয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে। এরপর নৌকার ওপর তাদের (বিএনপি) রাগ এতো কেন?’
রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতা থাকার পর রাজশাহী কী ছিল? এখানে তারা খুন ও হত্যার জায়গা পরিণত করেছিল। বাংলাদেশের মানুষের ভালো তারা (বিএনপি) চায় না। তারা সন্ত্রাস ও লুটপাট ছাড়া কিছু বোঝে না। এই রাজশাহীতে বাংলা ভাই সৃষ্টি করেছিল। তারা পুলিশের সহায়তায় অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করে।’
শেখ হাসিনা বলেন, ‘এসব ২০০১ থেকে ২০০৬ সালে খালেদা জিয়ার কারবার ছিল। গত বছর আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন। আমরা কৃতজ্ঞ। এবারও নৌকায় ভোট দেবেন। আপনারা ওয়াদা করেন।’ এ সময় জনসভাস্থলে থাকা সবাই হাত তুলে প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দেন।
/এফআর/
শেখ হাসিনা